মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ কর্তৃক নির্দেশক্রমে অত্র বিদ্যালয়ের জন্য অতি অল্প সময়ে ডাইনামিক website তৈরি হয়েছে শুনে আমি মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করছি। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগালে। দৈনন্দিন জীবনে লেনদেন, হিসাব-নিকাশ, লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, আদান-প্রদান সহ সকল প্রকার ব্যবস্থাপনা প্রশাসনিক ও একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তি আওতাধীন। আদর্শ ঊচ্চ বিদ্যালয়-মিঠাব এর নিজস্ব website থাকার কারণে ছাত্র, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, এলাকাবাসী এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল মহল ও দপ্তর উপকৃত হইবে। ইহাতে শিখন-শিখানো আরও অধিক ফলপ্রসু হইবে এবং বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো অধিক স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত হইবে বলে আমি আশাবাদী। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্পসময়ে স্বল্পব্যয়ে অধিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
আমি আদর্শ ঊচ্চ বিদ্যালয়-মিঠাব এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
জনাব শওকত আজিজ রাসেল
সভাপতি
হোম